ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এর কর্মবন্টন নির্ধারণ সংক্রান্ত

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 2241 views

উপর্যুক্ত বিষয়ে ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এর কর্মবণ্টন নির্দেশক্রমে নিম্নরূপভাবে নির্ধারণ করা হলো।

(ক) ইউনিয়ন পরিষদের যাবতীয় কর, টোল ইত্যাদি ফি গ্রহণ এবং রেজিস্টারে এন্দ্রিকরণ;

(খ) আদায়কৃত কর ফি এর হিসাব সংরক্ষণ ও ব্যাংকে জমা প্রদান;

(গ) জন্ম নিবন্ধনের ফি আদায় ও ব্যাংকে জমা প্রদান;

(ঘ) ইউনিয়ন পরিষদের সকল হিসাব এমআইএস এ ডাটা এন্ট্রিকরণ;

(ঙ) পরিষদের সকল ক্যাশ বহি লিপিবদ্ধকরণ ও সংরক্ষণঃ

(চ) গ্রাম আদালতের পেশকারের দায়িত্ব পালন;

(ছ) গ্রাম আদালতের নথি ও রেজিস্টার সংরক্ষণ;

(জ) পরিষদের বার্ষিক বাজেট প্রণয়নে ইউপি চেয়ারম্যান ও সচিবকে সহায়তা প্রদান;

(ঝ) স্কিম প্রণয়ন, প্রাক্কলন তৈরিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান;

(ঞ) পরিষদ কর্তৃক গৃহীত সকল ডিমের তালিকা কম্পিউটার ও রেজিস্ট্রারে এন্ট্রিকরণঃ

(ট) ভিজিডি, ভিজিএফ, হতদরিদ্র ইত্যাদির তালিকা ও মাল্টার রোল প্রস্তুতকরণ;

(ঠ) ইউনিয়ন পরিষদ সচিবের কাজে সহযোগিতা এবং সচিবের অবর্তমানে তাঁর কার্যাবলী সম্পাদন করা;

(ড) কম্পিউটার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা; এবং

(ঢ) সরকার, পরিষদ, চেয়ারম্যান এবং সচিব কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অর্পিত অন্যা দায়িত্ব পালন।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.