ঈদুল আযহার পূর্বে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য মোটরসাইকেল চলাচল সীমিত রাখা

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 282 views

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, গত ০৩ জুলাই ২০২২ তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে আসন্ন পবিত্র ঈদুল আযহা, ২০২২ উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে পবিত্র ঈদুল আযহার আগের ০৩ (তিন) দিন, ঈদের দিন এবং ঈদের পরের ০৩(তিন) দিন অর্থাৎ ০৭ জুলাই ২০২২ হতে ১৩ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত মহাসড়কে মোটরসাইকেলে রাইড-শেয়ারিং এর মাধ্যমে যাত্রী বহন করা যাবে না, এক জেলার রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না, যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে জেলা পুলিশের অনুমতি গ্রহণ করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

০২। এমতাবস্থায়, উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্ত ০৭ জুলাই ২০২২ হতে ১৩ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত মহাসড়কে মোটরসাইকেল চলাচল সীমিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.