জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ অফিসসমূহের নিকট পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ প্রসঙ্গে

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 373 views

উপর্যুক্ত বিষয়ে সূত্রোস্থ স্মারকের চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আধা-সরকারি পত্রের (কপি সংযুক্ত) প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়ন্ত্রণাধীন পল্লী বিদ্যু সমিতির আওতাধীন বিদ্যুৎ সেবা গ্রহণকারী জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীনস্থ ‘উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের নিকট আগষ্ট ২০১৭ পর্যন্ত বিদ্যুৎ বিল বাবদ ২,৪৩,৬৭,৮২৯/- (দুই কোটি তেতাল্লিশ লক্ষ সাতষট্টি হাজার আট শত ঊনত্রিশ) টাকা বকেয়া রয়েছে। উল্লেখ্য যে, প্রতি অর্থবছর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের জন্য ‘৪৮২১- বিদ্যুৎ বিল’ খাতে অর্থ বরাদ্দ প্রদান করা হয়। তথাপি উল্লিখিত বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া থাকা সমীচীন নয়।

২। বর্ণিতাবস্থায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহকে নিজ নিজ বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধকরণ এবং নিয়মিত বরাদ্দ থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণ অনুসন্ধানপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া অন্যান্য অফিস ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ইউএনও অফিস হতে প্রদান করা হচ্ছে কি না এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে কি না তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত কোন অনিয়ম বা অবৈধ সংযোগ পাওয়া গেলে অনতিবিলম্বে সংযোগ পৃথকীকরণ/বিছিন্নকরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.