জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর চুড়ান্ত প্রতিবেদন অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ তথ্য

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 379 views

ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা ২০২২

  • মোট জনসংখ্যা- ১৬,৫১,৫৮,৬১৬ জন।
  • মোট পুরুষের সংখ্যা- ৮, ১৭,১২,৮২৪।
  • মোট নারীর সংখ্যা- ৮,৩৩, ৪৭, ২০৬ জন।
  • মোট হিজড়ার সংখ্যা- ১২,৬২৯ জন।
  • মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- ১৬,৫০,১৫৯ জন।
  • মোট জনসংখ্যার যত শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- ০.৯৯%। * গত এক দশকে দেশে জনসংখ্যা বেড়েছে- ২,১১,১৪,৯১৯ জন।
  • জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার- ১, ২২%।
  • জনসংখ্যার ঘনত্ব- ১,১১৯ জন।
  • পুরুষ ও নারীর অনুপাত- ৯৮ : ১০০।
  • মুসলমানের সংখ্যা- ৯১.০৪%।
  • সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা- ৭.৯৫%।
  • বৌদ্ধদের সংখ্যা- ০.৬১%।
  • খ্রিস্টানদের সংখ্যা – ০.৩০%।
  • অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা- ০.১২%।
  • স্বাক্ষরতার হার- ৭৪.৬৬%।
  • প্রতিবন্ধীর সংখ্যা- ১.৪৩%।
  • পাঁচ বছরের ঊর্ধ্বে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা- ৫৫.৮৯%।
  • ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা- ৩০.৬৮%।
  • মোট খানার সংখ্যা- ৪,১০,১০,০৫১।
  • খানা প্রতি জনসংখ্যা- ৪.০ জন।
  • বস্তিতে বসবাসকারী জনসংখ্যা- ১৮,০০,৪৮৬ জন।
  • ভাসমান জনসংখ্যা- ২২,১৮৫ জন।
  • বস্তি ও ভাসমান ব্যতীত অন্যান্য জনসংখ্যা- ১৬,৩৩,৩৫,৯৪৫ জন।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.