Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/sorkariadesh/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the soledad domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/sorkariadesh/public_html/wp-includes/functions.php on line 6114
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪: ৩৩৪টি পদ খোলা। - Sorkari Adesh

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪: ৩৩৪টি পদ খোলা।

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 320 views

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ বিভিন্ন ক্যাটাগরির ৩৩৪টি পদে আবেদন আহ্বান করা হয়েছে। আপনার যোগ্যতা অনুযায়ী পদে আবেদন করুন এবং দেশের উন্নয়নে অংশ নিন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রদত্ত নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ এ কোন কোন পদে আবেদন করা যাবে?

১. পদের নাম: হিসাবরক্ষক

  • পদসংখ্যা: ১৭৭
  • যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ বিকম পাস
  • বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (১১তম গ্রেড)

২. পদের নাম: সহকারী আর্টিস্ট

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: শিল্পকলায় স্নাতক পাস
  • বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (১১তম গ্রেড)

৩.পদের নাম: স্টোনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৫
  • যোগ্যতা: কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি পাস হতে হবে।
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

৪. পদের নাম: অফিস সহকারী/উচ্চমান সহকারী

  • পদসংখ্যা: ৬
  • যোগ্যতা: স্নাতক পাস
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

৫. পদের নাম: গবেষণা অনুসন্ধানকারী

  • পদসংখ্যা: ৩
  • যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যানসহ স্নাতক পাস
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

৬. পদের নাম: পরিসংখ্যান সহকারী

  • পদসংখ্যা: ২
  • যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যানসহ স্নাতক পাস
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

৭. পদের নাম: নিরীক্ষা সহকারী

  • পদসংখ্যা: ৭
  • যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ বিকম পাস
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

৮. পদের নাম: হিসাব সহকারী

  • পদসংখ্যা: ৩৬
  • যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ বিকম পাস
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

৯. পদের নাম: ক্যাশিয়ার

  • পদসংখ্যা: ২
  • যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ বিকম পাস
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)

১০. পদের নাম: স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৭
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (১৪তম গ্রেড)

১১. পদের নাম: প্রশিক্ষক

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ ট্রেড কোর্সে দুই বছরের সার্টিফিকেট থাকতে হবে।
  • বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড)

১২. পদের নাম: ড্রাফটসম্যান

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটসহ এইচএসসি বা সমমান পাস হতে হবে।
  • বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড)

১৩. পদের নাম: অফসেট প্রিন্টিং অপারেটর

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: অপসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।
  • বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড)

১৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৩০
  • যোগ্যতা: এসএসসি পাস
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

১৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

  • পদসংখ্যা: ৩
  • যোগ্যতা: এসএসসি পাস
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

১৬. পদের নাম: প্রুফরিডার

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: প্রুফরিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতাসহ এসএসসি পাস
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

১৭. পদের নাম: স্টোর কিপার

  • পদসংখ্যা: ১
  • যোগ্যতা: স্টোর কিপিংয়ে দুই বছরের অভিজ্ঞতাসহ এসএসসি পাস
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

১৮. পদের নাম: অফিস সহায়ক

  • পদসংখ্যা: ৫০
  • যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (২০তম গ্রেড)

আবেদন যেভাবে করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের ( http://brdb.teletalk.com.bd ) মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে।

আবেদন ফি

১-২ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা, ৩-১৭ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ১৮ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৪, বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.