ভুয়া ডাক্তার চেনার উপায়

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 1144 views

১. ডাক্তারের নামের পাশে MBBS/ BDS ডিগ্রি আছে কি না দেখুন।

২. এবার তার BMDC রেজিস্ট্রেশন নাম্বার জেনে https://www.bmdc.ofg.bd/search-doctor এ সার্চ দিন।

৩. ওয়েবসাইটে পাওয়া তথ্যের সাথে তার মিল আছে কি না দেখুন। রেজিস্ট্রেশন কারণ অনেক ভুয়া ডাক্তার অন্য ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে প্রতারণা করছে।

মনে রাখবেন…

নিবন্ধন ব্যতিত কোনো ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিলে অথবা চিকিৎসা প্রদান করলে ৩ বছর কারাদণ্ড অথবা ১ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.