ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 338 views

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২,

উপলক্ষে ঢাকা মহানগরীর ধানমন্ডি, মিরপুর, গুলশান, তেজগাঁও, পল্লবী থানা নির্বাচন অফিসের অধিক্ষেত্রাধীন ভোটার এলাকাসমূহের সংগৃহিত তথ্যের ভিত্তিতে বিভিন্ন নিবন্ধ কেন্দ্রে নির্ধারিত তারিখ অনুযায়ী নিবন্ধন কার্য পরিচালনা করা হবে।

এ হালানাগাদ কার্যক্রমে যেসব ভোটার যোগ্য ব্যক্তি;

  • বাড়িতে অনুপস্থিত/কর্ম ব্যস্ততার কারণে তথ্যসংগ্রহকারীর কাছে তথ্য দিতে পারেনি
  • সংশ্লিষ্ট ভোটার এলাকার তথ্যসংগ্রহকারী/সুপারভাইজারের সাথে নির্ধারিত তারিখের মধ্যে যোগাযোগে বার্থ হয়েছে।
    বিগত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন অথবা তৎপরবর্তী সময়ে ভোটার হতে ব্যর্থ হয়েছেন। তারা উল্লিখিত ভোটার এলাকার ভোটারযোগ্য ব্যক্তিগণ নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে ও তারিখে নিজে কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ভোটার হতে পারবেনঃ
  • শিক্ষাগত যোগ্যতার সনদ (সর্বনিম্ন এস, এস, সি বা সমমান পরীক্ষায় পাশের সনদ
  • চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/মোরের প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/মোরের প্রদত্ত জন্ম নিবন্ধন সনদ (১৭ ডিজিটের অনলাইন)
  •  ইউটিলিটি বিলের কপি (যেমনঃ বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন/মোবাইল বিল/ চৌকিদারের রশিদের কপি / হোল্ডিং ট্যাক্স প্রদানের বিল);
  • পিতা-মাতা/স্বামী-স্ত্রীর/ভাই-বোনের আইডি কার্ডের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) • দ্বৈত নাগরিকত্বের সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

বিঃ দ্রঃ দেশের যেসব উপজেলা / থানায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ এর কার্যক্রম শেষ হয়েছে সেসব উপজেলা/থানার ভোটারযোগ্য ব্যক্তিগণ প্রযোজ্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপজেলা/ থানা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে ভোটার হতে পারবেন।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.