অনলাইনে নিম্ন আদালতের পিউপিলেজ রেজিস্ট্রেশন শুরু কার্যক্রমের বিজ্ঞপ্তি ও নির্দেশনা

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 324 views

এতদ্বারা স্মারক নং নং- বিবিসি/প্রশাসন/২০২২/১৫৩৩, তারিখ: ২৭-০৬-২০২২ইং মূলে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, নিম্ন আদালতের পিউপিলেজ রেজিস্ট্রেশন কার্যক্রম ০৪-০৭-২০২২ইং হইতে টেলিটকের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ আবেদন করিতে পারিবেন। নিম্ন আদালতের রেজিস্ট্রেশন ফরম পূরণে ইচ্ছুক /অগ্রহী প্রত্যেক প্রার্থীকে নিজস্ব একটি সচল মোবাইল নম্বর ব্যবহার করিয়া ফরম পূরণের
যাবতীয় কার্যাবলী সম্পন্ন করিতে হইবে। উক্ত মোবাইল নম্বরে ফরম পূরণ, রেজিস্ট্রেশন ফি জমা হওয়া ইত্যাদি বিষয়ে মেসেজ দেওয়া হইবে। উল্লেখ্য
একটি নির্দিষ্ট টেলিটক নম্বর (১৬২২২ অথবা ০১৫৫০১৫৫৫৫৫) হইতে পেমেন্ট নিশ্চিতকরণ বার্তা, ইউজার আইডি প্রভৃতি তথ্য প্রার্থীর স্ব স্ব মোবাইল
নম্বরে প্রেরণ করা হইবে। নিম্ন আদালতের পিউপিলেল রেজিস্ট্রেশন ফি বাবদ ১০৮০/- (এক হাজার আশি) টাকা প্রদান করিতে হইবে।
একজন প্রার্থী নিম্নলিখিত ধাপগুলি অনুসরণপূর্বক তাহার রেজিস্ট্রেশন সম্পন্ন করিতে পারিবেনঃ ধাপগুলি নিম্নরূপ
১। অনলাইন আবেদন পুরণের জন্য প্রার্থীগণকে নিম্নলিখিত ওয়েবসাইট দিকে ব্যবহার করিতে হইবো (ফরম পুরণের নিয়মাবলী, নির্দেশনা ঊরু http://bar.teletalk.com.bd/lower-court/registration/ লিংকে বিশদভাবে দেয়া আছে);
২। হার্ড কপি বার কাউন্সিলে প্রেরণা অনলাইন ফরমটি ডাউনলোড পূর্বক কার্টিজ পেপারে প্রিন্ট করিয়া স্ব স্ব বিজ্ঞ বা পিউপিল মাস্টার দ্বারা স্বা নোটারী পাবলিক অথবা ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক নোটারী করিয়া উল্লেখিত তথ্যাদি / সার্টিফিকেট/মার্কসীট/জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র (যাহা অনলাইন ফণামে প্রার্থী কর্তৃক উল্লেখ রহিয়াছে) প্রভৃতি সংযুক্তি অনুযায়ী সচিব, বাংলাদেশ বার কাউন্সিল, শাহবাগ, ঢাকা-১০০০ বরাবর প্রদান করিতে হইবে। অনলাইনে সিনিয়রের সহিত চুক্তির তারিখ হইতে ৩০ দিনের মধ্যে বার কাউন্সিল অফিসে হার্ড কপি প্রেরণ করিতে হইবে, প্রেরণ করিতে ব্যর্থ হইলে বিধি মোতাবেক ফরম বাতিল বলিয়া গণ্য হইবে। (হার্ডকপি ডাকযোগে, কুরিয়ার বা স্বশরীরে উপস্থিত হইয়া জমা প্রদান করা যাইবে)।
৩। কর্তৃপক্ষ কর্তৃক যাচাই-বাছাইঃ বার কাউন্সিল কর্তৃক প্রার্থীর অনলাইন কপি ও হার্ড কপি যাচাই-বাছাই করিবার পর আবেদনকারীকে তাহার স্টাটাস সম্পর্কে অনলাইনে মেসেজ প্রদান করা হইবে
৪। প্রার্থী কর্তৃক আবেদনের অবস্থার সর্বশেষ অবস্থা যাচাইঃ প্রার্থী অনলাইনে আবেদনের স্টাটাস নিয়মিত চেক করিতে পারিবেন এবং সেখানের প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করিতে হইবে।
৫। প্রয়োজনীয় ফি প্রদান্য টেলিটকের মাধ্যমে প্রয়োজনীয় ফি প্রদান করিতে হইবে, ফি প্রদান করিবার পর আবেদনকারীর স্ব স্ব মোবাইলে মেসেজ প্রদান করা হইবে। মেসেজে ইউজার আইডি সহ অন্যান্য তথ্য ভবিষ্যতের জন্য আবেদনকারীদেরকে উহা সংরক্ষণ করিয়া রাখিতে হইবে।
৬। রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ বার কাউন্সিল কর্তৃক আপনার আবেদন অনুমোদনের পর আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করিয়া রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করিতে পারিবেন।
সফলভাবে অনলাইনে দরখাস্ত দাখিল করিবার পর নিম্ন আদালতের পিউপিলেজ রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০/- (এক হাজার আশি) টাকা প্রার্থীগণ যেকোন একটি টেলিটক প্রি-পেইড মোবাইল হইতে প্রদান করিবেন। রেজিস্ট্রেশন ফি প্রদানের পরই দরখাস্ত চূড়ান্তভাবে দাখিল হইয়াছে মর্মে নিশ্চিত হওয়া যাইবে। ফি প্রদানের পদ্ধতি নিয়ে উল্লেখ করা হইলা
প্রার্থীগণকে একটি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হইতে ২ টি এসএমএস প্রদান করিতে হইবে। এসএমএস ফরম্যাট নিম্নরূপঃ
1st SMS:
BAR <space> USER ID and send to 16222 Reply: Applicants Name, Lower Court Registration and PIN
BAR<space>YES<space>PIN and send to 16222
Reply: Congratulations, Confirmation of payment with USER ID &
2nd SMS:
PASSWORD
N.B: Please preserve the USER ID and PASSWORD carefully for future use. Pay the fee Only after getting approval of Bar Council. Without approval please don’t submit any fee,
বিশেষভাবে উল্লেখ্য যে, অনলাইনে চূড়ান্তভাবে সাবমিট করিবার পূর্বেই তথ্যাদি ভালো ভাবে নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধন করিতে পারিবেন। অনলাইনে নরম দাখিলের পর কোন প্রকার সংশোধন জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল কাগজপত্র ও শর্তাদী এবং নির্দেশনা সতর্কতার সাথে প্রতিপালন করিবার জন্য বলা হইল।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.