আগামী ১৫ থেকে ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত দেশব্যাপী খাদ্যশস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ-২০২২ উদযাপিত হতে যাচ্ছে

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 292 views
  • দেশব্যাপী ১৫ থেকে ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত খাদ্যশস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ-২০২২ উদযাপিত হবে। জরুরি ভিত্তিতে খাদ্যশস্য লাইসেন্স গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে আহ্বান জানানো যাচ্ছে।

  • খাদ্যশস্য আমদানিকারক, পাইকারী ব্যবসায়ী ও আড়তদার, খুচরা ব্যবসায়ী, চালকল (অটোমেটিক রাইস মিল, মেজর রাইস মিল, হাস্কিং রাইস মিল) মালিকগণ ও ময়দাকল (মেজর ও কম্প্যাক্ট ময়দাকল, রোলার ময়দাকল, আটাচাক্কি) মালিকগণ যারা সর্বনিম্ন ১ (এক) মেঃটন খাদ্যশস্য/খাদ্য সামগ্রী (এককভাবে কিংবা মিলিতভাবে) অর্থাৎ ১,০০০ (এক হাজার) কেজি ধান/চাল/গম/গমজাত দ্রব্য মজুত বা ক্রয়-বিক্রয় করেন তাদের খাদ্যশস্য লাইসেন্স গ্রহণ করতে হবে।

  • আগামী ১৫ হতে ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত সারাদেশের সকল খাদ্য বিভাগীয় দপ্তরসমূহসহ গুরুত্বপূর্ণ হাট-বাজার ও ব্যবসাকেন্দ্রসমূহে সপ্তাহব্যাপী ওয়ানস্টপ সার্ভিস সেন্টার এর মাধ্যমে খাদ্যশস্য লাইসেন্স প্রদান কার্যক্রম চলমান থাকবে।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.