উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসক সম্মেলন-২০২২ এ কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সিদ্ধান্তসমূহের ০১ নং সিদ্ধান্তে উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে নিজ জেলার বাইরে অন্য জেলায় পদায়ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা রয়েছে। ইতোমধ্যে মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা দপ্তর হতে পর্যায়ক্রমে উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে জেলার বাইরে পদায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
২। আপনার জেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদধারীগণ, যারা নিজ জেলায় কর্মরত আছেন, তাদেরকে বদলিযোগে পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলের অতিরিক্ত পরিচালকের নিকট ন্যস্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এতে উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে নিজ জেলার বাইরে পদায়নের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন সহজতর হবে।
৩। পত্রজারির তারিখ হতে উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান পদধারী কর্মকর্তাগণের বদলিযোগে নিজ জেলায় পদায়ন মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার সরাসরি লঙ্ঘন বলে গণ্য হবে।