ভূমিকাঃ
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস কে সামনে রেখে গত ২৫ শ্রাবণ, ১৪৩০ বঙ্গাব্দ/০৯ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম গেজেট আকারে প্রকাশিত হয় । আসুন দেখি নি ।
পড়তে পারেনঃ সরকারি চাকরিজীবীদের নিয়মিত উপস্থিত বিধিমালা।
জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন গেজেট (বাংলা অনুবাদ)-২০২৩
এস. আর. ও নং-২৪৭/আইন ২০২৩ :- বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ ১৯৭২ (রাষ্ট্রপ্রতির আদেশ নং -১৩০/১৯৭২) এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পতাকা বিধিমালা-১৯৭২ এর নিমরূপ অধিকতর সংশোধন করিল, যথা:-
উপরি-উক্ত বিধিমালা এর বিধি ৭ এর অনুচ্ছেদ XII এর পরিবর্তে নিম্নরূপ অনুচ্ছেদ XII প্রতিস্থাপিত হইবে, যথা:-
XII. জাতীয় পতাকা অর্ধনমনের ক্ষেত্রে পতাকা প্রাথমিকভাবে পতাকাদণ্ডের চূড়ায় তুলতে হবে এবং তাৎক্ষনিকভাবে পতাকাদণ্ডের এক-চতুর্থাংশের সমান দৈর্ঘ্য বরাবর নিচে নামাতে হবে। দিনের শেষে অবনমনের ক্ষেত্রে পতাকা পুনরায় পতাকাদণ্ডের চূড়ায় উঠিয়ে তারপর নামাতে হবে।
উদাহরণ -১: পতাকাদণ্ডের দৈর্ঘ্য যদি ২৪ ফুট হয় তাহলে পতাকাদন্ডের শীর্ষ এবং পতাকার শীর্ষের মধ্যবর্তী দুরুত্ব হবে ৬ ফুট।
উদাহরণ-২ : পতাকাদণ্ডের দৈর্ঘ্য যদি ২৮ ফুট হয় তাহলে পতাকাদণ্ডের শীর্ষ এবং পতাকার শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হবে ৭ ফুট।
২। ইহা অবিলম্বে কার্যকর হইবে।
রাষ্ট্রপ্রতির আদেশক্রমে
মোঃ মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব।
উপসংহারঃ
অর্ধনমিত রাখার নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বাধ্যতামূলক উত্তোলন করতে হবে।