পুঁজিবাজারে ব্যাংক-কোম্পানীর মোট বিনিয়োগের সীমা প্রসঙ্গে

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 538 views

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২০১৮ পর্যন্ত সংশোধিত) এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) মোতাবেক কোন ব্যাংক কোম্পানি কর্তৃক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোন কোম্পানির শেয়ার ধারণের সর্বোচ্চ সীমা এবং Consolidated ভিত্তিতে শেয়ার ধারণের সর্বোচ্চ সীমার বিষয়ে স্পষ্টীকরণ করে ইতোমধ্যে ডিওএস সার্কুলার নং-০২/2013 ও ডিওএস সার্কুলার লেটার নং-০৭/২০১৪ জারি করা হয়েছে যা বর্তমানে কার্যকর রয়েছে। এক্ষণে, সরকারের সাথে পরামর্শক্রমে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, উক্ত সার্কুলার/সার্কুলার লেটারে বর্ণিত কোন ব্যাংক-কোম্পানি কর্তৃক Solo 3 Consolidated উভয় ভিত্তিতে শেয়ার ধারণের উর্ধ্বসীমা (Exposure Limit) নির্ধারণে সংশ্লিষ্ট শেয়ার, কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য পুঁজিবাজার নিদর্শনপত্রের বাজারমূল্য হিসাবায়নের ক্ষেত্রে নিম্নরূপ নির্দেশনা অনুসরণীয় হবো
“ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে ব্যাংক-কোম্পানি কর্তৃক অন্য কোন কোম্পানির শেয়ার ধারণের হিসাবায়নে পুঁজিবাজারে বিনিয়োগের উর্ধ্বসীমা (Exposure Limit) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক জন্মকৃত মূল্যকেই ‘বাজারমূল্য’ হিসেবে বিবেচনা করতে হবে।
ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ৪৫ এ প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ডিওএস সার্কুলার নং-০২/২০১৩ ও ডিওএস সার্কুলার লেটার নং-০৭/২০১৪ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

 

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.