সতর্কীকরণ বিজ্ঞপ্তি

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 663 views

রূপকল্প ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটুআই (এক্সেস টু ইনফরমেশন) এর সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বিআরটিএ সার্ভিস পোর্টাল (ওয়েবঃ http://bsp.brta.gov.bd) ডেভেলপ করা হয়। এ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিআরটিএ সংশ্লিষ্ট সকল সেবা অফিসে সরেজমিনে না এসে অনলাইনে গ্রহণ করা হয়। এ জন্য একজন নাগরিককে তার ব্যক্তিগত তথ্য (যেমন-নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি ও পাসওয়ার্ড) ব্যবহার করে বিএসপি পোর্টালে নিবন্ধিত হতে হয়। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু সংখ্যক ব্যক্তি/প্রতিষ্ঠান/মোটরযান বিক্রির ডিলার কর্তৃক তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে বিএসপিতে নিবন্ধিত হয়ে এ পোর্টালে অন্য ব্যক্তিকে বিআরটিএ’র অনলাইন সেবাসমূহ প্রদানের মাধ্যমে অন্যের মালিকানাধীন মোটরযানের গোপনীয় তথ্য তার নিজ অ্যাকাউন্টে সংরক্ষণ করছেন। যা সম্পূর্ণ বেআইনী এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৬ নং আইন) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
০২. এমতাবস্থায়, বিআরটিএ সার্ভিস পোর্টালে (বিএসপি) নিবন্ধিত সকল অ্যাকাউন্ট ব্যবহারকারীগণকে তার নিজের সংশ্লিষ্ট তথ্য ব্যতিরেকে অন্য ব্যক্তির তথ্য সংরক্ষণ ও সেবা প্রদান করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে। এ সংক্রান্ত বিষয়ে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান/মোটরযান বিক্রির ডিলারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.