৫ লক্ষ টাকা বেশি সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন দাখিলের প্রমানক লাগবে

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 572 views

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অর্থ আইন, ২০২২ এর ধারা ৪৮ অনুযায়ী Income Tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর বিদ্যমান Section 184A, Section 184A. Proof of submission of return required in certain cases” দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপিত Section 184A এর Sub-Section 3 ( xxi) 33 ( xxiii) মোতাবেক ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবসমূহ এবং সঞ্চয়পত্রে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে সংশ্লিষ্ট ইস্যু অফিসে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক দাখিল করতে হবে। Section 184A এর Sub Section 2 অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক বলতে নিম্নোক্ত ডকুমেন্টসকে নির্দেশ করা হয়েছেঃ
(a) আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকারপত্র; অথবা
(b) করদাতার কর সনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সনদপত্র; অথবা (c) করদাতার কর সনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত উপ-কর কমিশনারের নিকট হতে ইস্যুকৃত সনদপত্র।
০২। Income Tax Ordinance, 1984 এর প্রতিস্থাপিত Section 184A এর Sub Section 9 অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের পরিবর্তে TIN দাখিল করতে হবে।
০৩। বিদ্যমান Section 184A অর্থ আইন, 2022 এর Section 184A দ্বারা প্রতিস্থাপিত হওয়ায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র/ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে বিনিয়োগের ক্ষেত্রে TIN দাখিলের বাধ্যবাধকতা রহিত হয়েছে। 081
এমতাবস্থায়, অর্থ আইন, ২০২২ এর ধারা ৪৮ যথাযথভাবে পরিপালনের জন্য নির্দেশক্রমে অনুরাধ করা হলো।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.