৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন নিমিত্তে ডিজিটাল জন্ম নিবন্ধন (১৭ ডিজিট) সম্পন্নকরণ ও তা দ্বারা সুরক্ষা ওয়েবসাইট অ্যাপ এ রেজিস্ট্রেশন নিশ্চিতকরণ

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 615 views

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ৫-১৬ বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫-১৬ বাসী শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বর (১৭ ডিজিট) দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে জরুরী ভিত্তিতে নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করতে হবেঃ
ক. বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগণ শিক্ষার্থীদের অভিভাবকগণকে অবহিত করবেন, তাদের দ্রুততার সাথে
নিবন্ধনের অনুরোধ জানানোসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন: খ. যে সকল ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের ডিজিটাল জন্ম নিবন্ধন (১৭ ডিজিট) নেই তাদের জন্ম নিবন্ধন অবিলম্বে
সম্পন্নকরণ ও তা দ্বারা সুরক্ষা ওয়েবসাইট অ্যাপ এ রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন;
গ. সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ স্ব-স্ব ক্লাস্টারাধীন বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের কোডি-১৯ টিকার
জন্য নিবন্ধন নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সহায়তা ও তদারকীর কার্যক্রম গ্রহণ করবেন; ঘ. উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ তার আওতাধীন উপজেলার শিক্ষার্থীদের টিকা নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি দৈনিক ভিত্তিতে মনিটর করবেন, কোন সমস্যা থাকলে তার সমাধানের প্রয়াস নিবেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করবেন;
এ. বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ সার্বিক বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তত্ত্ববধান করবেন এবং তার আওতাধীন অধিক্ষেত্রে শিক্ষক/কর্মকর্তাগণকে টিকা নিবন্ধন ও টিকা প্রদানের ব্যবস্থাপনা সুসম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা, সহায়তা প্রদানসহ সকল বিষয়ের সমন্বয় কার্যক্রম গ্রহণ করবেন।
উপরে বর্ণিত পদক্ষেপসমূহ গ্রহণ ও বিষয়টি নিশ্চিতকরণের জন্য সকল বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, থানা/উপজেলা শিক্ষা অফিসারগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.