পদ্মা সেতু ব্যবহারকারীদের জন্য গণবিজ্ঞপ্তি

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 478 views

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫/০৬/২০২২ তারিখে জাতির স্বপ্নের “পদ্মা সেতু” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এবং ২৬/০৬/২০২২ ইং তারিখ সকাল ৬:০০ ঘটিকা হতে সরকার নির্ধারিত টোল প্রদান সাপেক্ষে সেতু পারাপার হওয়া যাবে। “পদ্মা সেতু” এর নিরাপত্তা ও
স্থায়িত রক্ষার্থে এ সেতু বাবহারকারীদের নিয়োক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলোঃ

১। পদ্মা সেতুর উপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘন্টা।

২। পদ্মা সেতুর উপর যে কোন ধরণের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ

৩। বিশেষভাবে জানানো যাচ্ছে যে, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিক্সা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজভ গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না।

৪। গাড়ীর বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর উপর দিয়ে পারাপার করা যাবে না।

৫। সেতুর উপরে কোন ধরণের ময়লা ফেলা যাবে না।

“পদ্মা সেতু” একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা বিধায় সেতু পারাপারে সর্বসাধারণকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

“সড়ক ও সেতুর ক্ষতি কমাতে নির্ধারিত ওজন সীমা মেনে চলি”

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

 

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.