ভোটার স্থানান্তরের বা জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য করনীয়

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 364 views

নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট (যে উপজেলায় স্থানান্তর হবেন) উপজেলাথানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

আবেদনপত্রের সাথে নিন্মের কাগজপত্র জমা দিতে হবে

১) আবেদনকারীর NID ফটোকপি,

২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,

৩) বিদ্যুৎপানি বিলট্যাক্স রশিদজমির খতিয়ানবাড়ি ভাড়ার প্রমানপত্রভাড়াটিয়া তথ্য ফরম,

৪) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির (মেম্বারকাউন্সিলর) NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।

বি.দ্র. ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে পুরাতন কার্ড জমা দিয়ে এবং ২৩০- সরকারি ফি জমা দিয়ে নতুন কার্ড এর জন্য আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.