নিজে সতর্ক হই, অন্যকে সতর্ক করি

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 289 views

নৌ পথে পশু পরিবহনে ও পশুর হাটে করণীয়ঃ

নৌপথে যাত্রা শুরুর প্রাক্কালে নৌ পুলিশ কন্ট্রোল রুমের নম্বর (০১৩২০-১৬৯৫৯৮, ০১৩২০-১৬৯৫৯৯) আপনার মোবাইল ফোনে তুলে রাখুন।

  •  পশুবাহী নৌযান জোর পূর্বক কেউ কোন ঘাটে নামানোর চেষ্টা করলে নৌ পুলিশ কন্ট্রোল রুমকে দ্রুত অবহিত করুন।।
  •  পশুবাহী নৌযানে নির্ধারিত হাটের নামসহ ব্যানার ঝুলিয়ে রাখুন।
  • নৌ পথে পশু পরিবহনে কোন প্রকার চাঁদা প্রদান করবেন না।
  • নৌ পথে নগদ অর্থ বহনের পরিবর্তে ব্যাংক/মোবাইল ব্যাংকি/ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার এর মাধ্যমে লেনদেন করুন।
  • পশুর হাটে নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সাবধানে রাখুন।
  • পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমার, ছিনতাইকারী ও প্রতারক চক্র হতে সাবধান থাকুন।
  • পশুর হাটে ফুটপাত, হকার ও ফেরীওয়ালার নিকট হতে খাবার গ্রহণ পরিহার করুন। · পশুর হাটে মাস্ক ছাড়া প্রবেশ করবেন না।

নৌ পথে ভ্রমণে করণীয়ঃ

  • দূর্যোগপূর্ণ আবহাওয়ায় লঞ্চে যাত্রা করা হতে বিরত থাকুন ।
  • লঞ্চের ছাদে উঠবেন না এবং অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে ভ্রমণ করবেন না।
  •  লঞ্চে ঈদের পূর্বে ০৫ দিন এবং ঈদ পরবর্তী ০৫ দিন পর্যন্ত মোটর সাইকেল পরিবহন করবেন না।
  • স্পীডবোটে চলাচলের সময় অবশ্যাই লাইফ জ্যাকেট পরিধান করুন।
  •  সূর্যোস্তের পর স্পীডবোট/ট্রলার/নৌকায় ভ্রমণ করবেন না।
  • ছোট নৌযান বা ট্রলারে দূরপাল্লার ভ্রমণ করবেন না।
  •  যাত্রা পথে অপরিচিত কারো মিষ্টি কথায় আকৃষ্ট হয়ে কোন খাবার বা পানীয় গ্রহণ করবেন না।
  •  হকার কিংবা ফেরীওয়ালার নিকট থেকে খাবার ক্রয় করা থেকে বিরত থাকুন।
  • যাত্রা পথে কোন ব্যক্তির আচার ব্যবহার সন্দেহজনক হলে নিকটস্থ নৌ থানা/ফাড়ি অথবা নৌ পুলিশ কন্ট্রোল রুম ও জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ অবহিত করুন।
  • জরুরী যেকোন প্রয়োজনে নৌ পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সহায়তা নিন।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.