কোরবানির জন্য সুস্থ প্রানির বৈশিষ্ট্য

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 344 views

কোরবানির প্রাণির বৈশিষ্ট্য:

  • সাধারনত গবাদি প্রাণির ক্ষেত্রে দাঁত দেখে বয়স নির্ধারন করা যায়। যদি নিচের পাটিতে দুটি স্থায়ী দাঁত থাকে তবেই প্রাণিটি প্রাপ্ত বয়স্ক যা গরুর ক্ষেত্রে দুই বছর এবং ছাগল, ভেড়ার ক্ষেত্রে এক বছর।
  • মাজল ভেজা থাকবে (নাকের নিচের অংশ ভেজা থাকবে যাতে মনে হয় ঘাম বা শিশির জমেছে)।
  • লেজ দিয়ে মশা মাছি তাড়াবে। কান নাড়াবে এবং কানগুলো খাড়া থাকবে।
  • অবসরে জাবর কাটবে।
  • শারীরিক ভাবে নিখুঁত ও পারিপার্শ্বিক অবস্থার প্রতি সজাগ থাকবে।
  • চোখ বড় ও উজ্জ্বল থাকবে।
  • ষাড় গরুকে বিরক্ত করলে সহজে রেগে যাবে।
  • গোবর ও প্রস্রাব স্বাভাবিক থাকবে। • তাপমাত্রা ও শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।
  • মুখের ভিতরের অংশ, জিহবা এবং ক্ষুরে কোন সমস্যা থাকবে না।
  • প্রাণির নাক, মুখ, পায়ু পথে কোন অস্বাভাবিক নিঃসরণ থাকবে না।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.