পবিত্র ঈদুল আযহা পালনে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জুমার খুতবা

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 383 views

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

উপর্যুক্ত বিষয় ও সূরোক্ত স্মারকের আলোকে জানানো যাচ্ছে যে, গত ২১ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ১৭১তম মাসিক সমন্বয় সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি, পরিবেশসম্মতভাবে বর্জ্য অপসারণ ও পরে কাঁচা চামড়া সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি মসজিদে জুমার প্রাক খুতবায় খতিব/ইমাম সাহেবদের বয়ান/বক্তব্য প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

কোরবানির পশু ক্রয়-বিক্রয়

  • পশুর হাটে মুখে মাস্ক ও হাতে গ্লাভস ব্যবহার করুন। পশুর হাটে ক্রেতা বিক্রেতার মধ্যে পারস্পরিক ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।
  • বৃদ্ধ, শিশু-কিশোর ও অসুস্থরা পশুর হাটে আসা থেকে বিরত থাকুন। নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও বর্জ্য অপরাসরণ

নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও বর্জ্য অপসারণ

  • করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য পৌরসভা/ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কুরবানি নিশ্চিত যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকুন।
  • পশু জবাইয়ের পূর্বে গর্ত করে গর্তের মধ্যে পশুর রক্ত, গোবর ও বর্জা রেখে ভালভাবে মাটি চাপা দিন।
  • পশু কোরবানির স্থান পানি দিয়ে ভালভাবে পরিস্কার করে ফেলুন। প্রয়োজনে ব্রিচিং পাউডার বা জীবাণুনাশক ছিটিয়ে দিন।
  • সঠিক বয়সের পশু জন্য এবং হালাল পদ্ধতিতে জবাইয়ের জন্য প্রয়োজনে আলেমদের সাহায্য নিন।
  • পবিত্র ঈদুল আযহার দিন ছাড়াও পরবর্তী ২ (দুই) দিন কোরবানি করা যায়।

কোরবানির পশুর কাঁচা চামড়া যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণ

  • কোরবানির পশুর চামড়া গরীব-মিসকিন ও ইয়াতিমের হক। এই হকের জিম্মাদারি ন্যস্ত হয়েছে কোরবানি দাতার ওপর। সুতরাং কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ করাও কোরবানি দাতার কর্তব্য।
  • চামড়া জাতীয় সম্পদ, এ সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে পশুর দেহ থেকে
  • চামড়া বিচ্ছিন্ন করতে হবে যেন গভীরভাবে অথবা আংশিকভাবে চামড়া কেটে না যায়।
  • চামড়া বিচ্ছিন্নকরণের ৫/৬ ঘন্টার মধ্যে অবশ্যই লবণ লাগাতে হবে, যাতে চামড়ার পচন প্রক্রিয়া শুরু না হয়।

প্রেক্ষিতে, আপনার পরিচালিত মসজিদে আগামী ০৮ জুলাই ২০২২ শুক্রবার জুমার প্রাক খুতবায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও সুস্থ পরিবেশ নিশ্চিত পূর্বক ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করে পশু কোরবানির বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বয়ান/বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.