সূত্র : অর্থ বিভাগের পত্র সংখ্যা ০৭.০০.০০০০.১২০,০৬,০৪৩,২০২১-০৭, তাং- ৩১/০৭/২০২২ থ্রি।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি এবং এর ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখার উদ্দেশ্যে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিকেজি ১৪.০০ টাকা হতে বৃদ্ধি করে প্রতিকেজি ২০.০০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতিকেজি ১৬০০ টাকা হতে বৃদ্ধি করে প্রতিকেজি ২২.০০ টাকা পুনর্নির্ধারণ করা হলো। পুনর্নির্ধারিত এ মূল্য ০১ আগস্ট ২০২২ তারিখ হতে কার্যকর হবে।