অনলাইনে মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা তুলতে কোনো চার্জ লাগবেনা (সোনালী ব্যাংকের নিম্নোক্ত নির্দেশনা মোতাবেক)

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 719 views

প্রিয় মহোদয়,
উপর্যুক্ত বিষয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ), প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকার ৩০ ডিসেম্বর-২০২১ তারিখের বিআরপিডি (পি)/৭৬০/০২ (সার্ভিস চার্জ)/২০২১-১২৪৩৮ সংখ্যক পত্রের সূত্র উল্লেখ্য।
২.০০ঃ সূত্রোক্ত পত্রে বিআরপিডি সার্কুলার নং-০৪/২০১১ এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনার যথাযথ অনুসরন নিশ্চিতকরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাব হতে অনলাইন চার্জসহ অন্য সকল প্রকার চার্জ কর্তন না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ডিজিল্যান্স এন্ড কন্ট্রোল ডিভিশন, সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকার প্রধান কার্যালয়ের ইচ্ছেহান নঃ ২৮৫, তারিখ ১৮ এপ্রিল, ২০১১ (কপি সংযুক্ত) মোতাবেক মুক্তিযোদ্ধাদের ১০ (দশ) টাকা হিসাব হতে কোন প্রকার চার্জ/ফি আদায় করা যাবে না মর্মে নির্দেশনা দেয়া হয়েছে।
এমতাবস্থায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাব হতে অনলাইন চার্জসহ অন্য সকল প্রকার চার্জ কর্তন না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.