ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (প্রাক্তন তহশীলদার) এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (প্রাক্তন সহকারী তহশীলদার) পদের উন্নীত স্কেলে বেগুন নির্ধারণের বিষয়ে অর্থ বিভাগের নির্দেশনা প্রদান সংক্রান্ত

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 1308 views

(১) অর্থ বিভাগের ৩০-০৫-২০১৩ তারিখের ০৭,০০,০০০০.১৬১,৩১.০২৮.১২ (অংশ)-১২৪ নং অফিস স্মারকের

ক্রমিক-২(গ) এর শর্ত যথাযথভাবে পরিপালন করতে হবে;

(২) ৩০-০৫-২০১৩ তারিখে বেতনস্কেল উন্নীত/ পুনঃনির্ধারণের পূর্বে ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (প্রাক্তন

তহশীলদার) এবং ‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (প্রাক্তন সহকারী তহশীলদার) পদধারীগণ

টাইমস্কেল) উচ্চতর স্কেল প্রাপ্ত/ প্রাপ্য হয়ে যে স্কেল প্রাপ্ত/ প্রাপ্য হয়েছেন অর্থাৎ পদস্কেল হতে যে সংখ্যক লে

উপরে বেতন আহরণ করেছেন/ করতেন, উন্নীত/ পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে সমসংখ্যক স্কেল যোগ

করে তাঁর বেতনস্কেল নির্ধারণ করতে হবে,

(৩) বেতনস্কেল উন্নীত। পুনঃনির্ধারণের অব্যবহিত পূর্বে তাঁর সর্বশেষ আহরিত/ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ করতে হবে;

(৪) বেতনস্কেল উন্নীত / পুনঃনির্ধারণের তারিখে টাইমস্কেল/ উচ্চতর স্কেলসহ নিরুপনকৃত স্কেলে কোন কর্মচারীর মূল বেতন উক্ত স্কেলের সর্বনিম্ন ধাপের কম হলে, সর্বনিম্ন ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

(৫) কোন কর্মচারীর মূল বেতন নিরুপনকৃত স্কেলের সর্বনিম্ন খাপের চেয়ে বেশি হলে এবং উক্ত স্কেলের কোন

ধাপের সমান হলে, সেই ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

(৬) কোন কর্মচারীর মূল বেতন নিরুপনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হলে এবং উক্ত স্কেলের কোন খাপের সমান না হলে, সেক্ষেত্রে অব্যবহিত উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

(৭) ৩০-০৫-২০১৩ তারিখে কর্মরত কর্মচারীগণকে উন্নীত/ পুনঃনির্ধারিত বেতনস্কেল প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের ১২৪ নং অফিস স্মারক অনুযায়ী ৩০-০৫-২০১৬ তারিখ হতে বেতন নির্ধারণ সুবিধা এবং ভূমি মন্ত্রণালয় কর্তৃক ৩১-০১-২০২২ তারিখে জারিকৃত ৪৬ নং স্মারক অনুযায়ী ৩১-০১-২০২২ তারিখ হতে আর্থিক সুবিধা প্রদেয় হবে;

(৮) ৩০-০৫-২০১৩ তারিখ বা তৎপরে কর্মরত কর্মচারীগণ উন্নীত/ পুনঃনির্ধারিত বেতন স্কেলের সুবিধা প্রাপ্য হবেন। ৩০-০৫-২০১০ তারিখ হতে ৩১-০১-২০২২ তারিখের মধ্যে যে সকল কর্মচারী পিআরএল বা অবসরে গমন করেছেন কিংবা মৃত্যুবরণ করেছেন তাঁরা এ আদেশবলে পুনঃনির্ধারিত মূল বেতনের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক সুবিধা প্রাপ্য হবেন, কিন্তু কোন বকেয়া প্রাপ্য হবেন না।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.