নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে যা যা লাগবে

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 376 views

বয়স ০ থেকে ৪৫ দিন হলে:

১। ইপিআই (টিকার) কার্ড

২। পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্র কার্ড লাগবে।

৩। বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।

৪। আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর।

৫। ফরম এর সাথে ০১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

 

বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে:

১। ইপি.আই (টিকার) কার্ড/স্বাস্থ্য কর্মীর প্রত্যয়ন পত্র স্বাক্ষর ও সীল সহ প্যাডে দিতে

হবে।

২। পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন সহ জাতীয় পরিচয় পত্র কার্ড লাগবে।

৩। প্রযোজ্য ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়ন সীল ও স্বাক্ষর সহ।

৪। বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।

৫। আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর।

৬। ফরম এর সাথে ০১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

 

বয়স ৫ বছরের অধিক হলে:

১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্ষর ও সীল সহ প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ (সাত) এর ১ নং কলামে স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।

২। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পরে সে ক্ষেত্রে পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।

৩। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে/আগে সে ক্ষেত্রে জাতীয় পরিচযয়পত্র বাধ্যতামূলক। নিবন্ধন গ্রহণ করার পর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ করে উভয় সনদ আবেদন পত্রে দাখিল করতে হবে।

৪। যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে/আগে হয় সেক্ষেত্রে পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক।

৫। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পর তাদের পিতা মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম।

৬। বাড়ীর হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এ রশিদ হাল সন লাগবে।

৭। আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর।

৮। ফরম এর সাথে ০১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

৯। আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্ট পত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ইউপি সদস্য/ইউপি সদস্য/ইউপি সদস্যা কর্তৃক স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।

১০। আবেদন এর সাথে সংযুক্ত ডকুমেন্ট আবেদন জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.