উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, শিল্প মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় বিসিক লবণ ও চামড়া শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণের জন্য গরু/মহিষের চামড়া প্রতি ৭-৮ কেজি এবং ছাগল/ভেড়ার চামড়া প্রতি ৩-৪ কেজি লবণ প্রয়োজন হয়। স্থানীয়ভাবে অস্থায়ীভিত্তিতে চামড়া সংরক্ষণের জন্য কোরবানিকৃত পশুর চামড়া ছাড়ানোর ৪-৫ ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে লবণ প্রয়োগ করতে হবে। লবণ দিয়ে সঠিকভাবে চামড়া সংরক্ষণের জন্য পশু কোরবানির আগেই প্রয়োজনীয় পরিমাণ লবণ কোরবানিদাতার সংগ্রহ করা প্রয়োজন। সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয় মহোদয়ের সভাপতিত্বে ০৪-০৭-২০২২ তারিখ অনুষ্ঠিত ঈদুল আজহা ২০২২ উপলক্ষ্যে প্রাপ্ত কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় কোরবানির পশুর হাটে বিসিক কর্তৃক লবণ বিক্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।
বর্ণিতাবস্থায়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে স্থানীয়ভাবে কোরবানিকৃত পশুর চামড়া অস্থায়ীভিত্তিতে সংরক্ষণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় হাট ইজারাদারদের মাধ্যমে কোরবানির পশুর হাটে লবণ
বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।