জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম-২০২৩ এর নতুন গেজেট অনুযায়ী

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 1283 views

ভূমিকাঃ

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস কে সামনে রেখে গত ২৫ শ্রাবণ, ১৪৩০ বঙ্গাব্দ/০৯ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম গেজেট আকারে প্রকাশিত হয় । আসুন দেখি নি ।

পড়তে পারেনঃ সরকারি চাকরিজীবীদের নিয়মিত উপস্থিত বিধিমালা।

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার  নতুন গেজেট (বাংলা অনুবাদ)-২০২৩

এস. আর. ও নং-২৪৭/আইন ২০২৩ :- বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ ১৯৭২ (রাষ্ট্রপ্রতির আদেশ নং -১৩০/১৯৭২) এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পতাকা বিধিমালা-১৯৭২ এর নিমরূপ অধিকতর সংশোধন করিল, যথা:-

উপরি-উক্ত বিধিমালা এর বিধি ৭ এর অনুচ্ছেদ XII এর পরিবর্তে নিম্নরূপ অনুচ্ছেদ XII প্রতিস্থাপিত হইবে, যথা:-

XII. জাতীয় পতাকা অর্ধনমনের ক্ষেত্রে পতাকা প্রাথমিকভাবে পতাকাদণ্ডের চূড়ায় তুলতে হবে এবং তাৎক্ষনিকভাবে পতাকাদণ্ডের এক-চতুর্থাংশের সমান দৈর্ঘ্য বরাবর নিচে নামাতে হবে। দিনের শেষে অবনমনের ক্ষেত্রে পতাকা পুনরায় পতাকাদণ্ডের চূড়ায় উঠিয়ে তারপর নামাতে হবে।

উদাহরণ -১: পতাকাদণ্ডের দৈর্ঘ্য যদি ২৪ ফুট হয় তাহলে পতাকাদন্ডের শীর্ষ এবং পতাকার শীর্ষের মধ্যবর্তী দুরুত্ব হবে ৬ ফুট।

উদাহরণ-২ : পতাকাদণ্ডের দৈর্ঘ্য যদি ২৮ ফুট হয় তাহলে পতাকাদণ্ডের শীর্ষ এবং পতাকার শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হবে ৭ ফুট।

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম ২০২৩

গেজেট

২। ইহা অবিলম্বে কার্যকর হইবে।

রাষ্ট্রপ্রতির আদেশক্রমে

মোঃ মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব।

উপসংহারঃ

অর্ধনমিত রাখার নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বাধ্যতামূলক উত্তোলন করতে হবে।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.