ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য কাঠামো পুনর্নির্ধারণ/ সমন্বয় করা প্রসঙ্গে

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 553 views

নং ২৮.০০.০০০০,০২৬,৩৫.০০১.১৮(অংশ) ১০৮ – জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৭ জানুয়ারি, ২০২২ তারিখের ২৮.০০.০০০০.০২৬.৩৫.০০১.১৮-১১ সংখ্যক স্মারকমূলে জারীকৃত প্রজ্ঞাপনে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য কাঠামো এতদ্বারা নিম্নরূপভাবে পুনর্নির্ধারণ/ সমন্বয় করা হইল।
২। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ERL)-এ পরিশোধিত এবং সরাসরি আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল তেল বিপণন কোম্পানিসমূহের নিকট নিম্নবর্ণিত মূল্যে সরবরাহ করিবেঃ

 

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.