- পবিত্র ঈদুল আজহা, ২০২২ উদযাপন উপলক্ষ্যে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগের ০৩ (তিন) দিন, ঈদের দিন, ঈদের পরের ০৩ (তিন) দিন অর্থাৎ ০৭ জুলাই ২০২২ হতে ১৩ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার, কাঁচা চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।
- পবিত্র ঈদুল আজহা, ২০২২ উদযাপন উপলক্ষ্যে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগের ০৩ (তিন) দিন, ঈদের দিন, ঈদের পরের ০৩ (তিন) দিন অর্থাৎ ০৭ জুলাই ২০২২ হতে ১৩ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত মহাসড়কে মোটরসাইকেলে রাইড-শেয়ারিং এর মাধ্যমে যাত্রী বহন করা যাবে না।
- এক জেলার রেজিষ্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না, যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে/জেলা পুলিশের অনুমতি গ্রহণ করতে হবে।
- পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।