- পশুর হাটে মোবাইল, টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী সাবধানে রাখুন। নগদ টাকা পরিবহনে ব্যাগ ব্যবহার করুন।
- পশুর হাটে এবং বাড়ি হতে হাটে আসা যাবার পথে অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করবেন না, অপরিচিত কোন ব্যক্তির নিকট হতে কোন খাবার গ্রহণ করবেন না এবং অপরিচিত কারো সাথে ভাড়া করা গাড়িতে চড়বেন না।
- পশুর হাটের ভেতরে, হাটের আশপাশে এবং বাড়ি হতে হাটে আসা যাবার সময় অজ্ঞান পার্টি, মলম পাটিসহ চোর, পকেটমার, ছিনতাইকারী ও প্রতারক চক্র হতে সাবধান থাকুন।
- পশুর হাটের আশপাশে হকার বা ফেরিওয়ালার কাছ থেকে কোমল পানীয়, ডাব, শরবত বা অন্যকোন খাবার গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন।
- এসময়ে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকুন। কাউকে অজ্ঞানপার্টি, মলমপার্টি বা প্রতারক চক্রের সদস্য হিসেবে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে খবর দিন।
পুলিশের সেবা নিন, নিরাপদে থাকুন