প্রতারক চক্র হতে সর্তকতা অবলম্বন

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 318 views

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে প্রদেয় সাধারণ চিকিৎসা, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা, শিক্ষাবৃত্তি, যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানের অর্থ সেবাগ্রহীতাদের ব্যাংক হিসাবে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে স্থানান্তর করা হয়। লক্ষ্য করা যাচ্ছে যে, সম্প্রতি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল ফোন থেকে বোর্ড এর কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে সেবা গ্রহীতাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অপ্রপ্রয়াসে লিপ্ত রয়েছে। প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে যথারীতি অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত অর্থ সেবাগ্রহীতাদের ব্যাংক হিসাবে প্রেরণের ক্ষেত্রে তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির একাউন্ট নম্বর/পিন নম্বর প্রয়োজন পড়ে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল-কে সতর্কতা অবলম্বনসহ কোন ব্যক্তি বিশেষকে মোবাইল ফোনে গোপনীয় তথ্য প্রদান না করার জন্য পুনরায় অনুরোধ করা যাচ্ছে। প্রতারক চক্রের প্রতারণায় ব্যক্তি বিশেষ প্রতারিত/ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড দায়ী থাকবে না।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.