১) উত্ত্যক্তকারী (বাজে মেসেজ বা ছবি) পোস্টটির লিংকসহ স্ক্রিনশট / মেসেজের স্ক্রিনশট এবং উত্ত্যক্তকারীর একাউন্টটির প্রোফাইল লিংক সংগ্রহ করে অনতিবিলম্বে নিকটস্থ থানায় অভিযোগ করুন।
অথবা
২) সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও নিম্নবর্ণিত যে কোন মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন।
হটলাইনঃ ০১৭৩০336431
ইমেইলঃ smmcpc2018@gmail.com ফেসবুক পেইজঃ https://www.facebook.com/epccidbdpolice /
শ্যাল মিডিয়ায় বাজে ৩) অভিযোগ দায়েরের পর প্রয়োজনবোধে সোশ্যাল মিডিয়ায় বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে উত্ত্যক্তকারী একাউন্টটিকে ব্লক করে দিতে পারেন।
সংশ্লিষ্ট ফেসবুক একাউন্টটি ব্লক করতে হলে যা করণীয় :
তে হবে। প্রথমে ফেইক আইডিটি ওপেন করতে হবে
তারপর ঐ পেইজের Message বক্সের পাশে তিনটি ডট (…) চিহ্নিত আইকনে ক্লিক করে Block অপশন সিলেক্ট করে বণ্টক করুন।
ফেসবুকে (ইনবক্স/কমেন্টস/টাইমলাইনে) বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে কাউকে উত্ত্যক্ত করলে করণীয় কি
পূর্ববর্তী পোস্ট