ফেসবুক ভিত্তিক বিভিন্ন অপরাধের ক্ষেত্রে মামলায় ব্যবহৃত আইন সমূহ

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 349 views

ফেসবুক ভিত্তিক অপরাধ সমূহের ক্ষেত্রে সাধারণত যে সকল আইনে মামলা হয়ে থাকে সেগুলোর গুরুত্বপূর্ণ কিছু ধারা নিম্নে উপস্থাপন করা হলোঃ

ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮

ধারা ২৪ : পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ

ধারা ২৫ : আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ,

ধারা ২৬ : অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহার, ইত্যাদির দন্ড

ধারা ২৯ : মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার, ইত্যাদি

ধারা ৩৪ : হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও দন্ড

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২

ধারা ৮(১) : পর্নোগ্রাফি উৎপাদন

ধারা ৮(২) : পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোন ব্যক্তির মর্যাদা হানি বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায়

ধারা ৮ (৩) : পর্নোগ্রাফি সরবরাহ

ধারা ৮(৭) : পর্নোগ্রাফি অপরাধের সহিত প্রত্যক্ষভাবে জড়িত বা সহায়তা

এছাড়াও সংগঠিত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য দন্ডবিধির সংশ্লিষ্ট ধারাসমূহ মামলায় সংযোজন করা হয়ে থাকে।

বিস্তারিত জানতে নিচের লিংকগুলোতে ভিজিট করুনঃ

ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ : http://bdlaws.minlaw.gov.bd/act details-1261.html

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ : http://bdlaws.minlaw.gov.bd/act-print-1091.html

দন্ডবিধি, ১৮৬০ : http://bdlaws.minlaw.gov.bd/act-11.html

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.