“বার” বের করার কৌশল সংশোধিত ও স্পষ্ট

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 376 views

বার কোড: শনিবার =১, রবিবার =২, সোমবার =৩, মঙ্গলবার=৪, বুধ=৫ , বৃহস্পতিবার=৬, শুক্র= ০

 সুত্র = (A+B+C) ÷ 7

  • A=সালটির শেষের দুই ডিজিট
  • B= আপনি যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ

শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল।

  • C=যে দিন বের করবেন সেদিন পর্যন্ত

ওই বছরে মোট যত দিন

উদাহরণ : ২০১৬ সালের ১৬ এপ্রিল কি বার ছিলো ?

সমাধানঃ

এখন

  • A = ১৬
  • B = ৪ ( ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২)

উল্লেখ্য যে, ২০১৬ সালের পূর্বে যতগুলো লিপ ইয়ার ছিলো সেগুলো ধরতে হবে। ২০১৬ কেও ধরা যাবেনা।

  • C= ( ৩১+২৯+৩১+১৬) = ১০৭

সুতরাং ( ১৬+৪+১০৭) ÷ ৭ = ১২৭÷৭

যার ভাগশেষ ১

অতএব দিনটি ছিলো শনিবার

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.