- ঘরে ও অফিসে যেখানে প্রয়োজন নাই সেখানে অতিরিক্ত বাতি (লাইট) না জ্বালাই
- আমাদের বাসায় কিংবা অফিসে একেবারে প্রয়োজন ছাড়া এসি ব্যবহার না করি
- দিনের বেলা এসি চালালেও অবশ্যই তাপমাত্রা ২৪ ডিগ্রির নীচে না রাখি। তবে ২৬-২৭ ডিগ্রি রাখলেই সবচেয়ে ভালো
- বিনা প্রয়োজনে কোন রুমে বা কনফারেন্স রুমে এসি, লাইট, ফ্যান এসব চালু না রাখি রুম থেকে বের হওয়ার পর অবশ্যই বৈদ্যুতিক ফ্যান, লাইট এর সুইচ অফ করি
মনে রাখবেন, এই দেশ আমাদের তাই দেশের সম্পদ এর ব্যবহারে মিতব্যয়ি হয়ে তা রক্ষাও আমাদের কর্তব্য