উপর্যুক্ত বিষয়ে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট কর্তৃক ২৫/০৪/২০২২ তারিখে জারিকৃত পিএসছি সার্কুলার নং-০৬/২০২২ এর অনুবৃত্তিক্রমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব হতে ব্যাংক হিসাণে অর্থ স্থানান্তরে লেনদেন সীমা নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো।
ক্র: নং: | সেবাসমূহ | লেনদেন সীমার ভিত্তি | সংখ্যা (সর্বোচ্চ) | সর্বসাকুল্য পরিমাণ (টাকা) |
(১) | এমএফএস হিসাব হতে ব্যাংক ট্রান্সফার (ব্যাংক হিসাব) | দৈনিক | প্রযোজ্য নয় | ৫০,০০০/- |
মাসিক | ৩,০০,০০০/- |
০২। এছাড়া, ইতোপূর্বে ২৫/০৪/২০২২ তারিখে জারিকৃত পিএসডি সার্কুলার নং-০২/২০২২ এ বর্ণিত অন্যানো নির্দেশাবলী অপরিবর্তিত থাকে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।