সঞ্চয়পত্র ক্রয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 424 views

ক্রেতার ক্ষেত্রে:
• যথাযথভাবে পূরণকৃত নির্ধারিত সঞ্চয়পত্র ক্রয় ফরম;
• জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি;

২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি;
• ৫ (পাঁচ) লক্ষ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক (রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকারপত্র/উপ-কর কমিশনার প্রদত্ত প্রত্যয়নপত্র/ সিস্টেম জেনারেটেড
প্রত্যয়নপত্র):
• ব্যাংক হিসাবের MICR চেকের পাতা ও চেক পাতার ফটোকপি;

• পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের জন্য পেনশন বই, প্রাপ্ত আনুতোষিক ও ভবিষ্য তহবিলের
মঞ্জুরিপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে (এসব কাগজপত্র দাখিল করতে অসমর্থ হলে পিএসসি-২ ফরম নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে পূরণ করে ইস্যু অফিসে দাখিল করতে হবে)।

নমিনির ক্ষেত্রে:
• জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি;

• নাবালক নমিনির ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি ও নাবালকের প্রত্যয়নকারীর
জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি

• ক্রেতা কর্তৃক সত্যায়িত ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।

বিবিধ :
• জাতীয় পরিচয়পত্র (NID) ব্যতিত সঞ্চয়পত্র ক্রয় করা যায় না;
• ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত সমাপত্র ক্রয়ের ক্ষেত্রে করদাতা সনাক্তকরণ নম্বর (TIN) সনদপত্রের কপি দাখিল করার প্রয়োজন নেই;
• নগদ টাকায় কেবল ১ (এক) লক্ষ টাকার সঞ্চারপত্র ক্রয়ের সুযোগ রয়েছে
• সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয়
বিচারপতি, সশস্ত্র বাহিনীর সদস্য অবসরপ্রাপ্ত/পিআরএল ভোগরত অবস্থায় পেনশনার সঞ্চাাপত্র ক্রয় করতে পারবেন। মৃত কর্মকর্তা/কর্মচারীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী/স্ত্রী/সন্তান এ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন
• ১৮ বা তদুর্ধ্ব বয়সের নারী, ১৮ বা তদুর্ধ্ব বয়সের শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষ এবং ৬৫ বা তদূর্ধ্ব বয়সের পুরুষ পরিবার সদাপত্র ক্রয় করতে পারবেন

• ৬৮ বা তদুর্ধ্ব বয়সের নারী ও পুরুষ তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সকারপত্র ও ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয়
করতে পারবেন

• তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র একক নামে অথবা যুগ্মনামে ক্রয় করা

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.