GPF Slip & GPF Sublledger ডাউনলোড সংক্রান্ত

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 337 views

১। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী অর্থ বছর ২০২২-২৩ খ্রিঃ এর ১লা জুলাই হতে বেসামরিক সরকারি কর্মচারীগণ (বন বিভাগ, ডাক বিভাগ ও বৈদেশিক মিশন সমূহ ব্যতীত) যারা Self Drawing Officer তারা তাদের নিজের User ID ব্যবহার করে iBAS+ System এর Report Menu অপশনে Pay Bill Menu মধ্য হতে GPF Slip GPF Subledger ডাউনলোড করতে পারবেন। অপরদিকে, Self Drawing ব্যতিত অন্যান্য কর্মচারীগণ সংশ্লিষ্ট অফিসের “আয়ন-বায়ন” কর্মকর্তা (DDO) এর মাধ্যমে তাদের ভবিষ্য তহবিল হিসাবের বিবরণী ও এর বিস্তারিত বিবরণী (GPF Slip GPF Subledger) ডাউনলোড করতে পারবেন।

২। এছাড়াও, আগামী অর্থ বছর ২০২২-২৩ খ্রিঃ এর ১লা জুলাই হতে বেসামরিক সরকারি কর্মচারীগণ (বন বিভাগ, ডাক বিভাগ ও বৈদেশিক মিশন সমূহ ব্যতীত) https://www.pension.gov.bd ওয়েবসাইট হতে প্রত্যেকে নিজ নিজ জাতীয় পরিচয়পত্র ও তাদের নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর ব্যবহার করে নিজ ভবিষ্য তহবিল হিসাবের বিবরণী ও এর বিস্তারিত বিবরণী (GPF Slip GPF Subledger) ডাউনলোড করতে পারবেন।

৩। আগামী অর্থ বছর ২০২২-২৩ খ্রিঃ এর ১লা জুলাই হতে এ কার্যালয়ের অধীনস্ত সকল হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের নিরীক্ষার আওতাধীন অফিসসমূহের কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের ক্ষেত্রে বর্তমান প্রচলিত পদ্ধতিতে (ম্যানুয়ালী) কোন প্রকার ভবিষ্যত তহবিল হিসাব বিবরণী পূর্বের ন্যায় ইস্যু করা হবে না।

৪। ভবিষ্যত তহবিল হিসাব বিবরণী ডাউনলোড পদ্ধতি নিম্নরূপঃ

IBAS System এর পদ্ধতিঃ

User ID     Password  Budget Execution  Report এর মধ্যে  Pay Bill Menu GPF Accounts Slip GPF Subledger

website এর পদ্ধতিঃ

https://www.pension.gov.bd     NID    Mobile Number    Mobile OTP

৫। হিসাব মহানিয়ন্ত্রক, ঢাকা, বাংলাদেশ মহোদয়ের সদয় অনুমোদনক্রমে এ নির্দেশনা জারী করা হলো।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.