MBBS এবং BDS ডিগ্রীধারী ছাড়া নামের পূর্বে ডাঃ শব্দ কেউ ব্যবহার করতে পারবে না

কর্তৃক সরকারি আদেশ
0 মন্তব্য 1017 views

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-৫৩৫ / ২০১৯ মোকদ্দমার রায় অনুসারে বিকল্প ধারার চিকিৎসা পদ্ধতির পেশাধারীরা নামের পূর্বে- ডাক্তার লিখতে পারবেন না। বিএমডিসি আইন ২০১০ এর ২৯ ধারা মোতাবেক নিবন্ধনভুক্ত মেডিকেল বা ডেন্টাল ইনষ্টিটিউট কর্তৃক এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রীধারী ছাড়া কেউ (ডাঃ) পদবী ব্যবহার করতে পারবেন না। তবে বিকল্প ধারার চিকিৎসা পদ্ধতির পেশাধারীরা নামের পূর্বে
০১। ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান
০২। কমপ্লিমেন্টারী ফিজিশিয়ান ০৩। ইন্টিগ্রেটেড মেডিসিন প্রাকটিশনার
০৪। কম্পিমেন্টারী মেডিসিন প্রাকটিশনার পদবী ব্যবহার করতে পারেন।
এমতাবস্থায়, আপীল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান রীট মামলা নং ৫৩৫ / ২০১৯ এর রায় বহাল থাকবে মর্মে
প্রতীয়মান হয় ।
ডাঃ পরিমল কুমার পাল উপ-পরিচালক
(আইন শাখায় দায়িত্বপ্রাপ্ত)
মহাপরিচালক মহোদয়ের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
স্মারক নং-ডিজিএইচএস/এল. এ-১২৫/২১/
অনুলিপি সদয় অবগতি/অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরিত হলো।

রিলেটেড আরও পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.